Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যবসায়ীর বাসায় মিলল ৫ হাজার লিটার ভোজ্যতেল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ মে ২০২২ ১৮:৪১ | আপডেট: ১২ মে ২০২২ ১০:১৫

সিলেট: সিলেটের পাইকারি আড়ত কালিঘাটের লালদিঘীরপাড়ের ব্যবসায়ী কামাল আহমদের কাজিটুলার বাসায় পাওয়া গেল প্রায় পাঁচ টন ভোজ্যতেল। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে জব্দ করা এই তেল আগের দামে বিক্রি করা হয়েছে।

বুধবার (১১ মে) দুপুরে লালদিঘীরপাড় থেকে অভিযান শুরু করে অধিদফতর। অভিযানে কামাল আহমদের দুই গুদামে না মিললেও বাড়িতে অভিযান চালিয়ে তেলগুলো পাওয়া যায়। প্রায় চার ঘণ্টার অভিযানে ৪ হাজার ৯০০ লিটার তেল পাওয়া যায় সেখানে।

বিজ্ঞাপন

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সিলেটের উপপরিচালক ফখরুল ইসলাম জানান, সোমবার (৯ মে) পাইকারি বাজার কালিঘাটের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে ভোজ্যতেল মজুত না করার অনুরোধ করেছিলেন। ব্যবসায়ীরাও তেল মজুত না রাখার বিষয়ে আশ্বস্ত করেন তাদের। কিন্তু বাজারে তেলের সংকট থাকায় অধিদফতর অভিযানে নামে। গোপন সংবাদের ভিত্তিতে এদিন অভিযান চালানো হয় ব্যবসায়ী কামাল আহমদের বিভিন্ন স্থাপনায়।

ফখরুল ইসলাম বলেন, (বুধবার) দুপুরে প্রথমে লালদিঘীরপাড়ের ব্যবসায়ী কামাল আহমদের দোকানের গুদামে অভিযান চালানো হয়। সেখানে ভোজ্যতেল না পাওয়ায় কাজিটুলা উঁচা সড়কের গুদামে অভিযান চালানো হয়। সেখানেও পাওয়া যায়নি ভোজ্যতেল। পরে কামাল আহমদের মালিকানাধীন কাজিটুলার বাসায় স্থানীয় ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাশেদ আহমদকে সঙ্গে নিয়ে অভিযান চালানো হয়। এ সময় বাসার গেট বন্ধ থাকায় তালা ভেঙে ভেতরের একটি রুমে প্রায় পাঁচ টন ভোজ্যতেল পাওয়া যায়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের এই কর্মকর্তা জানান, ভোজ্যতেল পাওয়া গেলে ব্যবসায়ী কামাল আহমদকে ডাকা হলেও তিনি ঘটনাস্থলে আসেননি। এ কারণে তাকে জরিমানা করা যায়নি। পরবর্তী সময়ে ভ্রাম্যমাণ দল পাঠিয়ে কালিঘাটের দোকানে জরিমানা করা হবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

পরে ৫ লিটারের সয়াবিন তেলের প্রতিটি বোতল আগের পাইকারি দর ৭৫০ টাকা করে বিক্রি করা হয়েছে।

এর আগে, মঙ্গলবার কালিঘাটের আরেক এক ব্যবসায়ীর মালিকানাধীন পাইকারি দোকানের আড়তে অভিযান চালিয়ে আরও ৫ হাজার লিটার ভোজ্যতেল পাওয়া গিয়েছিল।

এদিকে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পক্ষ থেকে অভিযান চালানো হলেও এখনো সিলেটের বাজারে ভোজ্যতেলের সংকট কাটেনি। চাহিদামতো ভোজ্যতেল পাচ্ছেন না গ্রাহকরা। তবে সরবরাহ স্থান ডিপোতে ভোজ্যতেলের কোনো মজুত নেই বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা। সোমবার তারা ডিপোতেও অভিযান চালিয়েছিলেন বলে জানান।

সারাবাংলা/টিআর

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ভ্রাম্যমাণ আদালত সয়াবিন তেল

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর