মুক্ত সম্রাট, সরিয়ে নেওয়া হয়েছে কারারক্ষী
১১ মে ২০২২ ১৭:৩৪ | আপডেট: ১২ মে ২০২২ ০০:০৮
ঢাকা: যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন সম্রাট জামিনে মুক্ত হয়েছেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) একটি কেবিনে ভর্তি আছেন। এতোদিন কেবিনের সামনে থাকা কারারক্ষীদের সরিয়ে নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) জেলার মাহবুবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (১১ মে) বিকেল সোয়া ৫ টার দিকে সারাবাংলাকে তিনি এ তথ্য জানান।
জেলার বলেন, বিকেল সাড়ে ৪ টার দিকে জামিনের কাগজ পেয়ে মুক্তির জন্য বিএসএমএমইউ হাসপাতালে পাঠানো হয়। এরপর ৫টার দিকে সেখান থেকে তাকে মুক্তি দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সম্রাট একটি কেবিনে ভর্তি আছেন। তবে সেখানে থাকা কারারক্ষীদের সরিয়ে নেওয়া হয়েছে। তিনি এখন কারামুক্ত।
বিএসএমএমইউ সূত্র জানিয়েছে, মুক্তি পেলেও সম্রাট আপাতত ভর্তি থাকবেন। এরপর তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার কথা রয়েছে। কিন্তু যেভাবে নেতাকর্মীরা আসছেন তাতে তিনি বেরও হতে পারেন।
এর আগে সবশেষ দুদকের মামলায় নিম্ন আদালতে তার জামিন হয়।
সারাবাংলা/ইউজে/এসএসএ