গ্যাস ও জ্বালানির নতুন উৎস খুঁজতে যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব আহ্বান
১০ মে ২০২২ ২২:৩২ | আপডেট: ১১ মে ২০২২ ০০:০৯
ঢাকা: দেশে নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধানের পাশাপাশি ক্লিন এনার্জি ও জ্বালানির নতুন উৎস আবিষ্কারের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রতি কারিগরি বন্ধুত্বের আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, অফশোর-অনশোর অনুসন্ধান, গভীর সাগরে খনিজ সম্পদ অনুসন্ধানের পাশাপাশি প্রযুক্তিগত বিনিময়ে দুই দেশই লাভবান হবে।
মঙ্গলবার (১০ মে) রাজধানীর একটি হোটেলে সফররত মার্কিন বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের সঙ্গে ইউএস-বাংলাদেশ ইকোনমিক ফোরামের ৫০ বছরের বন্ধুত্ব বিষয়ক এক অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক জ্বালানি বাজারে অব্যাহত মূল্যবৃদ্ধি এবং বৈশ্বিক জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ নিজস্ব জ্বালানির অনুসন্ধান ও উৎপাদন বাড়ানোর ওপর জোর দিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বড় কোম্পানিগুলোর পাশাপাশি মাঝারি পরিসরের কোম্পানিগুলোকেও এ কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এসময় প্রতিমন্ত্রী নসরুল হামিদ আরও বলেন, বাংলাদেশের জ্বালানি খাতের উন্নয়নে মার্কিন বিনিয়োগকে স্বাগত জানানো হবে। এ খাতের সার্বিক উন্নয়নে মার্কিন যুক্তরাষ্ট্রের কারিগরি সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় বিদ্যমান সুসম্পর্ক আরও দৃঢ় করবে।
প্রতিমন্ত্রী সফররত মার্কিন প্রতিনিধি দলকে জানান, কপ-২৬ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত লক্ষ্যমাত্রা ২০৪১ সালের মধ্যে ৪০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানির দেশ হবে বাংলাদেশ— সেই স্বপ্ন পূরণে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগ ক্লিন এনার্জি প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকার রাখবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মাহাবুব হোসেন, বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমান, পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান।
সফররত মার্কিন প্রতিনধি দলের নেতৃত্ব দেন শেভরনের বিজনেস ডেভলোপমেন্টের ভাইস প্রেসিডেন্ট জয় আর প্রায়োর। প্রতিনিধি দলের সঙ্গে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেনারেল ইলেকট্রনিক্সের দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী মাহেশ পলাশিখর, এক্সেন মোবিলের মার্কেট ডেভলোপমেন্টের প্রধান শাহরুখ মির্জা এবং শেভরনের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার এরিক ওয়ালকার।
সারাবাংলা/জেআর/টিআর
ইউএস-বাংলাদেশ ইকোনমিক ফোরাম গ্যাস ক্ষেত্র অনুসন্ধান জ্বালানির উৎস অনুসন্ধান বিদ্যুৎ প্রতিমন্ত্রী