Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ইভিএমে নির্বাচনের ঘোষণা প্রধানমন্ত্রীর এখতিয়ারের বাইরে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ মে ২০২২ ১৯:০৪

ঢাকা: ইভিএমে নির্বাচনের ঘোষণা প্রধানমন্ত্রীর এখতিয়ারের বাইরে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশর আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

মঙ্গলবার (১০ মে) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, “ইভিএম আন্তর্জাতিকভাবে প্রত্যাখ্যাত। আর ‘ইভিএময়ের মাধ্যমে সারা দেশে ভোট অনুষ্ঠিত হবে’- এমন ঘোষণা দেওয়ার এখতিয়ার প্রধানমন্ত্রী রাখেন না। নির্বাচন কোন প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে তা নির্ধারণ করবে নির্বাচন কমিশন। দেশের রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতেই তারা (নির্বাচন কমিশন) তা ঠিক করবে।”

নির্বাচনকালীন নির্দলীয় সরকার ছাড়া কোনো ‘তামাশার’ নির্বাচনে ইসলামী আন্দোলন অংশ নেবে না সাফ জানিয়ে দিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যেই প্রমাণ হয়, তাদের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না। ইসলামী আন্দোলন মনে করে, বাংলাদেশে কোনো দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বিগত জাতীয় নির্বাচন ও স্থানীয় নির্বাচনে তা বারবার প্রমাণ হয়েছে।’

সারাবাংলা/এজেড/পিটিএম

ইভিএম ইসলামী আন্দোলন বাংলাদেশ

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর