Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বানেশ্বরে সাড়ে ৯৩ হাজার লিটার সয়াবিন তেল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ মে ২০২২ ১৮:২৯ | আপডেট: ১০ মে ২০২২ ১৮:৩৫

রাজশাহী: পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে বেশ কয়েকটি গুদাম ও দোকানে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করে রাখা ৯৩ হাজার ৬১৬ লিটার সয়াবিন তেল জব্দ করেছে রাজশাহী জেলা পুলিশ।

মঙ্গলবার (১০ মে) বিকেল পৌনে ৬টায় জেলা পুলিশ ও পুঠিয়া থানা যৌথ অভিযান চালিয়ে এসব তেল জব্দ করে। অভিযান এখনো চলছে।

অভিযানের তথ্য জানিয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন সারাবাংলাকে বলেন, বানেশ্বর বাজারের বেশকিছু গুদামে ভোজ্যতেল অবৈধভাবে মজুত রেখেছিলেন ব্যবসায়ীরা। জেলা পুলিশের একটি দল পুঠিয়া থানার সহযোগিতায় সেখানে অভিযান চালাচ্ছে। অভিযান এখনো অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযানে সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত ৯৩ হাজার ৬১৬ লিটার তেল জব্দ করা হয়েছে। কতগুলো গুদাম কিংবা দোকান থেকে এগুলো জব্দ করা হয়েছে, তা অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

এর আগে, গতকাল সোমবার (৯ মে) রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর বাজারের একটি গোডাউন থেকে ২০ হাজার ৪০০ লিটার সয়াবিন তেল জব্দ করে  পুলিশ।

ওই সময় অবৈধভাবে তেল মজুত করে রাখার দায়ে শহিদুল ইসলাম স্বপন নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। জব্দ করা তেলের মধ্যে ১৯ হাজার ৩৮০ লিটার সয়াবিন ও ১ হাজার ২০ লিটার সরিষার তেল ছিল বলে পুলিশ জানায়।

সারাবাংলা/টিআর

টপ নিউজ তেলের অবৈধ মজুত পুলিশের অভিযান সয়াবিন তেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর