‘হাতে মোবাইল, গায়ে জামা— প্রমাণ করে মাথাপিছু আয় বাড়ছে’
১০ মে ২০২২ ১৬:০৯ | আপডেট: ১০ মে ২০২২ ১৯:১১
ঢাকা: পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, এখন মানুষ খালি পায়ে থাকে না। প্রত্যেকের হাতে মোবাইল আছে, গায়ে জামা আছে। এগুলোই প্রমাণ করে মাথাপিছু আয় বাড়ছে।
মঙ্গলবার (১০ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক পরবর্তী সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন। বৈঠকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ প্রবৃদ্ধির তথ্য প্রকাশ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে এই ব্রিফিং অনুষ্ঠিত হয়।
এ সময় এক প্রশ্নের জবাবে ড. শামসুল আলম বলেন, ‘মানুষের মাথাপিছু আয় বেড়েছে এটা ঠিক। কেননা গত ইদে যেভাবে গ্রাম, গঞ্জ ও শহরের বাজারগুলোতে মানুষের ভির ছিল তা চোখে পড়ার মতো।’
পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, ‘তবে সবার আয় একরকম বাড়েনি। এটা হবেও না। অর্থনীতির এ পর্যায়ে বৈষম্য বাড়বেই। এটাই স্বাভাবিক। বৈষম্য ভালো। এক সময় এটা কমে আসবে।‘
সারাবাংলা/জেজে/পিটিএম