Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় নিহত ৪৩

আন্তর্জাতিক ডেস্ক
১০ মে ২০২২ ১৩:০৮ | আপডেট: ১০ মে ২০২২ ১৩:০৯

ইকুয়েডরের একটি কারাগারে সংঘর্ষে কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছেন। সোমবার (১০ মে) ভোরে সান্তো দোমিঙ্গো শহরের একটি কারাগারে এই ঘটনা ঘটে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী পাত্রিসিও কারাইওর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সংঘর্ষের পর পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে ১১২ জনকে আটক করা হয়েছে। পলাতক ১০৮ জন।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, আদালতের নির্দেশে এক অপরাধী দলের প্রধানকে সান্তা দোমিঙ্গের বেইয়াভিস্তা কারাগারে স্থানান্তরিত করার পর দাঙ্গা শুরু হয়। তাকে সেখানে পাঠানোতে বন্দিদের মধ্যে উত্তেজনা শুরু হয়।

রয়টার্সের প্রতিবেদনে আরও জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধান আইন কর্মকর্তার দফতর ৪৩ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। বেশিরভাগ মৃত্যু ঘটেছে ছুরিকাঘাতে।

গত বছর দেশটির বিভিন্ন কারাগারে দাঙ্গায় ৩১৬ বন্দির মৃত্যু হয়।

সারাবাংলা/এএম

ইকুয়েডর

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর