Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রিকেটপ্রেমী টাইগার মিলনের পাশে পুনাক সভানেত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ মে ২০২২ ১০:৩৯

ঢাকা: গ্যালারিতে বসে গলা ফাটিয়ে ‘বাংলাদেশ, বাংলাদেশ’ বলে চিৎকার দিতেন। দেশে বা বিদেশে যেখানেই বাংলাদেশের ক্রিকেট খেলা হতো সেখানেই তার উপস্থিতি ছিল অনিবার্য। বাংলাদেশের লাল-সবুজের পতাকা হাতে ডোরাকাটা বাঘ সেজে হাজির থাকতো। নিরন্তর উৎসাহ যোগাতো বাংলাদেশ দলকে।

বাংলাদেশ ক্রিকেটের ভক্ত, এই ক্রিকেটপ্রেমী আর কেউ নন, তিনি হলেন ফাহিমুল হক মিলন। যিনি ‘টাইগার মিলন’ নামে ক্রিকেট ভক্তদের কাছে অতি পরিচিত।

বিজ্ঞাপন

টাইগার মিলন এখন গ্যালারিতে নেই, গুরুতর আহত হয়ে শুয়ে আছেন হাসপাতালের বেডে। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে এখন চিকিৎসা নিচ্ছেন রাজধানীর পঙ্গু হাসপাতালে।

সোমবার (৯ মে) পুলিশ সদর দফতরের মিডিয়া শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি মিডিয়া) মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সড়ক দুর্ঘটনায় আহত চিকিৎসাধীন টাইগার মিলনের পাশে পুনাক সভানেত্রী দাঁড়িয়েছেন। তার চিকিৎসার খরচ বহন করবেন। তিনি যেন সুস্থ হয়ে আবার গ্যালারি মাতাতে পারেন।

সারাবাংলা/ইউজে/এমও

টাইগার মিলন ডোরাকাটা বাঘ পুনাক সভানেত্রী লাল-সবুজের পতাকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর