Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফতুল্লায় গ্যাসলাইন লিকেজে বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ মে ২০২২ ১০:৫৪ | আপডেট: ১০ মে ২০২২ ১৩:৩২

নারায়ণগঞ্জ: ফতুল্লায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। তাদেরকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১০ মে) ভোর ৫টার দিকে ফতুল্লা পোস্ট অফিস এলাকার একটি টিনসেড বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- হোশেয়ারি কারখানার শ্রমিক রোজিনা আক্তার (৩৩), স্বামী রিকশাচালক আনোয়ার হোসেন (৪০), ছেলে হোশেয়ারি কারখানার শ্রমিক রোমান (১৭) ও স্কুলছাত্র রোহান (৯)।

দগ্ধ রোজিনা জানান, ভোরে তিনি জেগে ছিলেন। তবে তার স্বামী ও দুই ছেলে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বাসার ভেতর বিস্ফোরণে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। মুহূর্তেই আগুন লেগে যায় তাদের শরীরে। ঘুমন্ত অবস্থা থেকে ছেলেদের তুলে দৌড়ে বাড়ির বাইরে বের হন তিনি। তবে ততক্ষণে ঝলসে গেছে ৪ জনের শরীরই।

দগ্ধ আনোয়ারের ভাবি রুনা আক্তার অভিযোগ করেন, ওই বাড়িটির পাশ দিয়ে অন্য বাড়ির একটি গ্যাস লাইন নেওয়া হয়েছে। পুরাতন সেই পাইপ লাইনটির রাইজার ছিল আনোয়ারদের ঘরের জানালার পাশে। সেখান থেকে সবসময়ই গ্যাস বের হতো। সবসময়ই গ্যাসের গন্ধ পেতেন তারা। এটি বাড়ির মালিককে বারবার বলা হয়েছে মেরামত করে দিতে। তবে তা ঠিক করে দেয়নি। ঠিক সময়ে এটি মেরামত করে দিলে আজ এই দুর্ঘটনা ঘটত না।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন জানান, রোজিনার শরীরের ১৪ শতাংশ, আনোয়ারের ১৭, রোহানের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের ৩ জনকে ভর্তি রাখা হয়েছে। আর রুমানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

তাদের গ্রামের বাড়ি বরিশাল জেলার হিজলা উপজেলায়।

সারাবাংলা/এসএসআর/এএম

গ্যাসলাইন লিকেজ নারায়ণগঞ্জ ফতুল্লা বিস্ফোরণ

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর