Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সয়াবিন তেলের দাম বেশি রাখায় ৩ ব্যাবসায়ীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ মে ২০২২ ১৯:০৯ | আপডেট: ৯ মে ২০২২ ২১:৪৭

খাগড়াছড়ি: সরকার নির্ধারিত দামের চেয়ে ভোজ্যতেল সয়াবিনের দাম বেশি রাখার দায়ে খাগড়াছড়ির গুইমারা বাজারে দুইটি ও উপজেলার জালিয়াপাড়ায় বাজারে একটি ব্যাবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা  জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৯ মে) দুপুরের পরে গুইমারা বাজারে সয়াবিন তেলের দাম নির্ধারিত মূল্যের চেয়ে বেশি রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৭ ধারায় গুইমারা বাজারের মিলন স্টোরকে ৮ হাজার টাকা ও মেসার্স চন্দ্রিমা স্টোরকে ৮ হাজার টাকা এবং জালিয়াপাড়ার নবী স্টোরকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানিয়েছেন, গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তুষার আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সারাবাংলা/টিআর

বেশি দামে সয়াবিন তেল ব্যবসায়ীকে জরিমানা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর