Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালিতে বিদ্যুৎস্পৃষ্টে চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ মে ২০২২ ২০:৫৭

নোয়াখালী: সদর উপজেলার পৌর এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে নাবিল আল ওয়াসি (১০) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (৯ মে) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লাতু কাউন্সিলরের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত নাবিল আল ওয়াসি নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ছানা উল্যাহ সোহেলের ছেলে এবং লক্ষীনারায়ণপুর পৌর মডেল উচ্চ বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির ছাত্র ছিলো।

স্থানীয় বাসিন্দা রুবেল জানান, নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লাতু কাউন্সিলরের বাড়ি সংলগ্ন রাস্তার পাশে আগের একটি টেলিফোনের খুঁটিকে বিদ্যুতের খুঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছে। রোববার দিবাগত রাতে বৃষ্টি হওয়ায় ওই খুঁটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। নাবিল দুপুরের দিকে ওই রাস্তার পাশ দিয়ে যাওয়ার পথে অসাবধানতাবশত ওই খুঁটির ওপর হাত পড়লে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

সুধারাম থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সারাবাংলা/এসএসএ

নোয়াখালি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর