নাটোরে পেট্রোল-অকটেনের সংকট, মধ্যরাতেও গ্রাহকদের লম্বা লাইন
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ মে ২০২২ ১২:২৭ | আপডেট: ৯ মে ২০২২ ১৫:১২
৯ মে ২০২২ ১২:২৭ | আপডেট: ৯ মে ২০২২ ১৫:১২
নাটোর: নাটোরে জ্বালানি তেলের সংকট কিছুটা কমলেও স্বভাবিক হয়নি। পাম্পগুলো থেকে এখনো ভোক্তাদের চাহিদামতো পেট্রোল-অকটেন সরবরাহ করা হচ্ছে না।
রোববার (৯ মে) পর্যন্ত জেলার প্রায় সকল পাম্পে পেট্রোল-অকটেন সরবরাহ বন্ধ ছিল। যেসব পাম্পে তেল বিক্রি করা হচ্ছিল, রাতভর সেসব পাম্পে ছিল গ্রাহকদের লম্বা লাইন।
জানা গেছে, রোববার মধ্যরাতে কিছু কিছু পাম্পে তেল আসার পর সোমবার সকাল থেকে অনেক পাম্পেই সীমিত আকারে দেওয়া হচ্ছে তেল।
পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের রাজশাহী বিভাগীয় সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রাং জানান, এ সংকট অনেকটাই কৃত্রিম। তাই সহসাই সমাধান হওয়ার সম্ভবনা কম।
সারাবাংলা/এএম