বগি লাইনচ্যুত, ৩ রুটে ট্রেন চলাচল বন্ধ
স্পেশাল করেসপন্ডেন্ট
৯ মে ২০২২ ১১:০৪ | আপডেট: ৯ মে ২০২২ ১২:৫০
৯ মে ২০২২ ১১:০৪ | আপডেট: ৯ মে ২০২২ ১২:৫০
ঢাকা: কুমিল্লার বুড়িচংয়ে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ঢাকা-চট্টগ্রাম ও নোয়াখালীর সঙ্গে ৬ ঘণ্টা ধরে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
সোমবার (৯ মে) ভোর চারটার দিকে কুমিল্লার রাজাপুর রেলওয়ে স্টেশন এলাকায় ঘটনা ঘটে। রেলওয়ে সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মালবাহী বগি লাইনচ্যুত হওয়ায় নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস এবং শশিদল স্টেশনে তুর্না নিশীথা এক্সপ্রেস আটকা পড়েছে। ঘটনার পর থেকে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। উদ্ধারকাজ বেলা ১১টার দিকে শেষ হওয়ার কথা।
সারাবাংলা/জেআর/এএম