Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাশিয়ার গণমাধ্যমের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক
৯ মে ২০২২ ১০:৫২ | আপডেট: ৯ মে ২০২২ ১৪:৪০

রাশিয়ার প্রধান তিনটি টেলিভিশন কেন্দ্রের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে তারা রাশিয়ার সকল কোম্পানির মার্কিন প্রতিষ্ঠানের দেওয়া পরামর্শ ও হিসেব সেবা গ্রহণের পথ বন্ধ করে দেবে।

স্থানীয় সময় রোববার (৮ মে) হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

জয়েন্ট স্টক কোম্পানি ‘চ্যানেল ওয়ান রাশিয়া, টেলিভিশন স্টেশন রাশিয়া-১ ও জয়েন্ট স্টক কোম্পানি এনটিভি ব্রডকাস্টিং কোম্পানির বিরুদ্ধে এমন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এর ফলে এসব সংবাদ মাধ্যমে বিজ্ঞাপনের অর্থায়ন বা তাদের কাছে সরঞ্জামাদি বিক্রি নিষিদ্ধ।

নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউসের এক সিনিয়র কর্মকর্তা বলেন, ‘রাশিয়ার অপপ্রচার চালানোর কাজে নিয়োজিত এসব প্রতিষ্ঠানে যুক্তরাষ্ট্রের কোনো কোম্পানি অর্থায়ন করতে পারবে না।’ খবর এএফপি’র।

সারাবাংলা/এএম

টপ নিউজ যুক্তরাষ্ট্র রাশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর