রাজশাহীতে যমুনা ব্যাংকের জোনাল বিজনেস ডেভেলপমেন্ট মিটিং অনুষ্ঠিত
সারাবাংলা ডেস্ক
৮ মে ২০২২ ১৮:২৩ | আপডেট: ৯ মে ২০২২ ০০:২৫
৮ মে ২০২২ ১৮:২৩ | আপডেট: ৯ মে ২০২২ ০০:২৫
রাজশাহীতে গ্রাহক সন্তুষ্টি ও ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে যমুনা ব্যাংকের রাজশাহী অঞ্চলের বিশিষ্ট ব্যবসায়ী, আইনজীবী ও শাখা ব্যবস্থাপকদের সঙ্গে দুই দিনব্যাপী পৃথক পৃথক জোনাল বিজনেস ডেভেলপমেন্ট মিটিং অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক কানুতোষ মজুমদার, মো. বেলাল হোসেন ও মো. ইসমাইল হোসেন সিরাজী।
যমুনা ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আলোচনায় ব্যাংকের ব্যাংকিং কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা আনতে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সারাবাংলা/টিআর