Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দায়সারা কথাবার্তা প্রমাণ করে তারা জনগণের ভোটে নির্বাচিত নয়’

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ মে ২০২২ ২২:৫৭

ঢাকা: গণফোরাম (মন্টু-সুব্রত) সভাপতি মোস্তফা মোহসীন মন্টু বলেছেন, দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বশীল পদ থেকে দায়সারা কথাবার্তা প্রমাণ করে আপনারা জনগণের ভোটে নির্বাচিত হননি। জনগণের ভোটাধিকার রাতের আঁধারে হরণ করার মাধ্যমে ক্ষমতা দখল করে রাষ্ট্রের সর্বত্র জন-ভোগান্তি ও অরাজকতা সৃষ্টি করেছেন।

রোববার (৮ মে) এলিফ্যান্ট রোডে তার নিজ কার্যালয়ে নির্বাহী পরিষদের সভায় তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

মন্টু বলেন, ‘সয়াবিন তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি আমাদের বুঝিয়ে দেয় রাষ্ট্র লুটেরাদের নিয়ন্ত্রণে। আমরা গণবিরোধী সরকার ও লুটেরাদের বিরুদ্ধে জনগণের অধিকার আদায়ে রাজপথে লড়াই চালিয়ে যাব। গণফোরাম বিশ্বাস করে এই সংকটাপন্ন অবস্থায় দেশ ও জাতিকে উত্তরণে সকল গণতন্ত্রমনা রাজনৈতিক দলের ঐক্যের মাধ্যমে জনগণের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন গড়ে তুলতে সচেষ্ট আছি।’

সভায় গণফোরাম সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী বলেন, ‘এই অবৈধ ক্ষমতাসীন সরকার জনগণের পক্ষে কোনো কাজই করে না। বরং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিসহ নিত্য নতুন কৌশলে জনগণের উপর নির্যাতন-নিপীড়ন চালাচ্ছে। বিরোধী মতের নেতাকর্মীদের নির্যাতন-নিপীড়ন চালিয়ে আজ দেখছে দেশের জনগণ কেউই তাদের অপকর্মের পক্ষে নেই। তাই সবাইকে দমন করে মুখ বন্ধ রাখার অপচেষ্টায় লিপ্ত। কিন্তু মনে রাখবেন, কখনোই জনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করে সফল হবেন না।’

সভায় সিদ্ধান্ত হয় যে, আগামী ১১ মে সকাল ১১ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে গণফোরাম ঢাকা মহানগরের উদ্যোগে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সভায় উপস্থিত ছিলেন নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ, একেএম জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আব্দুল কাদের, সভাপতি পরিষদ সদস্য মোহসীন রশিদ ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

গণফোরাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর