Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইদের ছুটিতে গ্রামে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ মে ২০২২ ২০:৩৮

প্রতীকী ছবি

গাইবান্ধা: গাইবান্ধার ফুলছড়িতে পানিতে ডুবে ইউসুফ আলী (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে ইদের ছুটিতে ঢাকে থেকে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিল।

রোববার (৮) মে দুপুর আনুমানিক দেড়টার দিকে উপজেলার দক্ষিণ বুড়াইল গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ইউসুফ আলী (১০) ফুলছড়ি উপজেলার দক্ষিণ বুড়াইল গ্রামের হাসেম আলীর ছেলে। উদাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত শিশু দীর্ঘদিন ধরে ঢাকা শহরে বসবাস করে। ইদের ছুটিতে বাড়িতে বেড়াতে এসে আজ দুপুরে বাড়ির কাছের পুকুরে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়। পরে এলাকার লোকজন দ্রুত পুকুরে নেমে শিশুটিকে উদ্ধার করে ফুলছড়ি উপজেলা হাসপাতালে নিয়ে যায়। তবে হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

সারাবাংলা/পিটিএম

পানিতে ডুবে মৃত্যু শিশু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর