Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢামেকে অস্ত্রোপচারের সুতাসহ অফিস সহায়ক আটক

স্টাফ করেসপন্ডেন্ট
৮ মে ২০২২ ২০:০৮

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রোগীদের অস্ত্রোপচার কাজে ব্যবহৃত সুতা চুরি করে বের হওয়ার সময় আব্দুল হাকিম (৪০) নামের এক অফিস সহায়ককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রোববার (৮ মে) বেলা ২টার দিকে হাসপাতালের বাগান গেট থেকে কালো ব্যাগ ভর্তি সুতাসহ আব্দুল হাকিমকে আটক করা য়। পরে তাকে র‍্যাব-৩ এর কার্যালয়ে নিয়ে যায়।

হাসপাতাল সূত্রে জানা যায়, আব্দুল হাকিম হাসপাতালের ২১৪ নম্বর সার্জারি ওয়ার্ডে কাজ করে। এবং সে বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সমাজকল্যাণ ও ধর্মবিষয়ক সম্পাদক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, ‘হাসপাতালের এক কর্মচারীকে সুতার প্যাকেটসহ আটক করেছে র‍্যাব। ওই সুতা রোগীদের অপারেশনের পর সেলাইয়ের কাজে ব্যবহৃত হতো। এর আগেও আমাদের নিজস্ব উদ্যেগে অনেককেই ধরে পুলিশে দেওয়া হয়েছে।’

পরিচালক বলেন, ‘এইসব বেআইনি কাজ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা চাই হাসপাতাল অপরাধমুক্ত চাই। কিছু মুষ্টিমেয় লোক এই অপকর্মের সঙ্গে জড়িত। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সঙ্গে আমরাও এ বিষয়ে সচেতন আছি।’

র‍্যাব-৩-এর সিইও লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, ‘দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতালে রোগীদের জন্য ব্যবহৃত ২৪বক্স সুতাসহ এক কর্মচারীকে আটক করা হয়েছে। যার বাজার মূল্য আড়াই লাখ টাকা। হাসপাতালের ওয়ার্ড থেকে কালো একটি ব্যাগে করে ওই সুতা বাইরে নিয়ে যাচ্ছিল। এ ঘটনায় তার সঙ্গে আরও কেউ জড়িত আছে তা জানার জন্য জিজ্ঞাসাবাদ করা হবে। এরপর হাসপাতাল কতৃপক্ষ বাদী হয়ে মামলা করবেন।’

বিজ্ঞাপন

এ বিষয়ে বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী কল্যাণ সমিতির (ঢামেক) সাধারণ সম্পাদক মো. শিপন মিয়া বলেন, ‘আমাদের সংগঠনের নেতা হাসপাতাল থেকে সুতা চুরি করে নিয়ে যাওয়ার সময় ধরা পড়েছে। এটা খুবই দুঃখজনক ঘটনা। সংগঠনের অন্যান্য নেতার সঙ্গে কথা হয়েছে। এ বিষয়ে মিটিংও ডাকা হয়েছে। অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এসএসআর/পিটিএম

অফিস সহায়ক আটক ঢামেক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর