নদীতে ডুবে প্রাণ গেল ২ ভাইয়ের
৮ মে ২০২২ ১৯:৫৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় শঙ্খ নদীতে ডুবে শিশুবয়সী দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার (৮ মে) বিকেলে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের তেইচ্ছিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত দুই শিশু মো. শাহেদ (৫) ও রাব্বি হোসেন (৩) তেইচ্ছিপাড়া গ্রামের বাসিন্দা মো. সাজ্জাদ হোসেনের ছেলে।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকে জানতে পেরেছি, সাজ্জাদ হোসেন কৃষি কাজ করেন। আজ (রোববার) বিকেল সাড়ে ৫টার দিকে তিনি শঙ্খ নদীর তীরে কৃষিজমিতে কাজ করছিলেন। দুই ছেলেও তার সঙ্গে ছিল। সম্ভবত খেলতে গিয়ে দুই শিশু নদীতে পড়ে যায়। সাজ্জাদ দেখতে পেয়ে তাদের উদ্ধার করেন। কিন্তু হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।’
দুই শিশুকে দাফনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৪০ হাজার টাকা দেওয়া হয়েছে বলে জানান ইউএনও সাইদুজ্জামান চৌধুরী।
সারাবাংলা/আরডি/পিটিএম