Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে সেফটিক ট্যাংক থেকে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৮ মে ২০২২ ১৮:৪৪

নোয়াখালী: সদর উপজেলায় সেপটিক ট্যাংক থেকে অজ্ঞাত এক যুবকের (৩৫) অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, মৃতদেহটি পচতে শুরু করেছে। এখনও তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

রোববার (৮ মে) দুপুর ২টার দিকে উপজেলার ৯ নম্বর কালাদরাপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর চাকলা গ্রামের খোনার মসজিদ সংলগ্ন চুটকি বাড়ি থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

কালাদরাপ ইউনিয়নের চেয়ারম্যান শাহাদাত উল্যাহ সেলিম জানান, গন্ধ পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে চুটকি বাড়ির একটি শৌচাগারের সেপটিক ট্যাংক থেকে মৃতদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে কেউ হত্যা করে মৃতদেহ এখানে ফেলে যায়।

সুধারাম থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন বলেন, ‘পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে। লাশের সুরতহাল রিপোর্ট সম্পন্ন হয়েছে। বিকেলের দিকে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

পরিদর্শক তদন্ত আরও জানায়, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করা যাচ্ছে না। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

সারাবাংলা/পিটিএম

নোয়াখালী মৃতদেহ সেফটিক ট্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর