Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানিকগঞ্জে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে পরিচ্ছন্নতাকর্মী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ মে ২০২২ ১৮:০০

প্রতীকী ছবি

মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংর্ঘেষ মো. বাদশা মোল্লা (৪০) নামের এক যাত্রী নিহত হয়েছেন। তিনি ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন।

রোববার (৮ মে) বিকেল ৩টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সদর উপজেলার মূলজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মর্কতা (ওসি) আব্দুর রউফ সরকার জানান, দুপুরে ঢাকাগামী সেলফি পরিবহনের একটি বাসের সঙ্গে পাটুরিয়াগামী জননী পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাদশা মোল্লা নিহত হন।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেছে। গুরুতর আহত অবস্থায় পাঁচ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

সারাবাংলা/টিআর

২ বাস মুখোমুখি ২ বাসের সংঘর্ষ পরিচ্ছন্নতাকর্মী নিহত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর