ভোক্তা অধিকারের অভিযান, গোডাউনে মিলল ৩৬০০ লিটার সয়াবিন তেল
৮ মে ২০২২ ১৬:৪১
নাটোর: এক ব্যবসায়ীর গোডাউনে অভিযান চালিয়ে ৩ হাজার ৬শ’ লিটার সয়াবিন উদ্ধার করে নির্ধারিত মূল্যে খোলাবাজারে বিক্রি করিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
নাটোর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীরের নেতৃত্বে একটি বিশেষ টিম দুপুরে নাটোর শহরের স্টেশন বাজার এলাকার নিউ বেঙ্গল ট্রেডার্সের গোডাউনে অভিযান চালায়।
একইসঙ্গে মজুদকারী ব্যবসায়ী দেব নারায়ণকে আগামী ৩ দিনের মধ্যে মজুদ তেল খোলা বাজারে বিক্রির নির্দেশ দেওয়া হয়। এ সময় কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সাধারণ সম্পাদক রইস উদ্দিন ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিকার কর্মকর্তা মেহেদী হাসান তানভীর বলেন, ‘গোডাউনে তেল থাকার পরও যারা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে।’
মজুদদারদের নিবৃত্ত করতে নিয়মিত এই অভিযান চলবে বলেও জানান মেহেদী হাসান তানভীর।
সারাবাংলা/একে