Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইজিবাইক কেড়ে নিল শিশুর প্রাণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ মে ২০২২ ১৫:৫৮

বাগেরহাট: শরণখোলায় ইজিবাইকের চাপায় সাকিব (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৮ মে) সকাল ১১টার দিকে উপজেলার খাদা চারঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাকিব ওই গ্রামের খোকন হাওলাদারের ছেলে। সে ২০ নম্বর পূর্ব খাদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।

নিহতের চাচা নবী হোসেন জানান, সাকিব সকালে বাড়ির সামনের একটি দোকানে কেনাকাটা করতে রাস্তা পার হচ্ছিল। এসময় উপজেলা সদর রায়েন্দা বাজারগামী একটি ইজিবাইক তাকে চাপা দিয়ে বাইক ফেলে পালিয়ে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা শরণখোলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেন।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো. ইকরাম হোসেন জানান, ইজিবাইকটি জব্দ করা হয়েছে। এখন ভুক্তভোগীরা অভিযোগ দিলে এ ব্যপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসএসএ

শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর