Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারত থেকে রেলপথে আসলো চিটাগুড়ের দ্বিতীয় চালান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ মে ২০২২ ১৪:৩০ | আপডেট: ৮ মে ২০২২ ১৫:২৩

ছবি: সারাবাংলা

দিনাজপুর: দেশে চাহিদা থাকায় প্রায় একমাস পর রেলপথ দিয়ে ভারত থেকে জেলার হিলি স্থলবন্দরে এসেছে চিটাগুড়ের দ্বিতীয় চালান। এতে করে ১৭ লাখ টাকার অধিক রাজস্ব পেয়েছে বাংলাদেশ রেলওয়ে।

ভারতের উত্তরপ্রদেশ থেকে চিটাগুড় বোঝাই ৪৯টি ওয়াগন বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে গত বৃহস্পতিবার হিলি রেলওয়ে স্টেশনে পৌঁছায়। জয়পুরহাটের মেসার্স আনোয়ারুল হক এসব চিটাগুড় আমদানি করেন।

হিলি রেলওয়ে স্টেশনের তথ্যমতে, চলতি বছরের ২৪ মার্চ চিটাগুড়ের প্রথম চালান হিলি রেলওয়ে স্টেশনে আসে। গত বৃহস্পতিবার সকালে স্টেশনে ৪৯টি ওয়াগনে চিটাগুড়ের দ্বিতীয় চালানটি স্টেশনে আসে। আমদানিকৃত চিটাগুড়ের পরিমাণ ২ হাজার ৫ টন। যা থেকে রেলওয়ে ১৭ লাখ ৭৫ হাজার টাকা রাজস্ব পেয়েছে।

এদিকে আমদানিকারক জানান,দেশের ফিড কারখানাগুলোতে চাহিদা থাকায় ভারত থেকে এসব চিটাগুড় আমদানি করা হচ্ছে। আমদানিকৃত এসব চিটাগুড় দিয়ে দেশে গবাদিপশু, মুরগি ও মাছের খাদ্য তৈরি করা হচ্ছে।

সারাবাংলা/এনএস

চিটাগুড় দিনাজপুর হিলি স্থলবন্দর

বিজ্ঞাপন

নতুন বছরে টেকনোর নজরকাড়া অফার
৯ জানুয়ারি ২০২৫ ১৮:১০

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর