বিএনপি নির্বাচনে না এলে অস্তিত্ব সংকটে পড়বে: ওবায়দুল কাদের
৮ মে ২০২২ ১৩:৪৭ | আপডেট: ৮ মে ২০২২ ১৬:৩২
ঢাকা: আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ না নিলে অস্তিত্ব সংকটে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রোববার (৮ মে) সকালে সচিবালয়ে তার দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের আশা প্রকাশ করেন নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে বিএনপি নির্বাচনে অংশ নেবে।
দেশে গণতন্ত্র নেই— বিএনপি মহাসচিবের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পাল্টা প্রশ্ন রেখে বলেন ফখরুল সাহেব নিজেই সংসদ সদস্য নির্বাচিত হয়ে সংসদে যাননি। তার আসনে উপ-নির্বাচন করতে বাধ্য করেছে, এটি তাহলে কিসের গণতন্ত্র?
আওয়ামী লীগ চায় দেশে একটা শক্তিশালী বিরোধীদল থাকুক উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘দেশের সব নিবন্ধিত রাজনৈতিক দলকে আগামী নির্বাচনে আওয়ামী লীগ স্বাগত জানায়।’
সড়কে দুর্ঘটনা বিষয়ে প্রশ্ন করা হলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক।’
তিনি বলেন, ‘সড়কে দুর্ঘটনা রোধে সরকার দ্রুত কাজ করার চিন্তা-ভাবনা করছে।’
সারাবাংলা/একে