Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিয়ে মাত্র ৯ মাস, অনেক আত্মীয়ই চেনেন না রেলমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ মে ২০২২ ১২:৫৯ | আপডেট: ৮ মে ২০২২ ১৩:৩৬

ঢাকা: শেষপর্যন্ত টিকিট ছাড়া ট্রেনে ভ্রমণ করা আলোচিত ওই তিন যাত্রীকে আত্মীয়ের স্বীকৃতি দিয়েছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন। স্ত্রীর পক্ষের আত্মীয় উল্লেখ করে তিনি বলেন, মাত্র ৯ মাস আগে তার বিয়ে হয়েছে। সেজন্য অনেক আত্মীয়ই তিনি চেনেন না।

রোববার (৮ মে) রেলপথ মন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, মাত্র ৯ মাস হলো আমার বিয়ে হয়েছে। নতুন যে স্ত্রীকে আমি গ্রহণ করেছি, সে ঢাকাতেই থাকে। তার মামাবাড়ি ও নানাবাড়ি পাবনা। আমি শুনেছি তারা আমার আত্মীয়। এটা এখন ঠিক, যেটা আমিও এখন শুনছি। এর আগে পর্যন্ত আমি জানতাম না, এরা কারা এবং আমার জানার কথাও না।

রেলমন্ত্রী বলেন, আমার স্ত্রী যদি কোনো ধরনের ভুল করে থাকে… আমার ইনভলবমেন্ট ছিল না। যেটা বলা হচ্ছে বা টার্গেট করা হচ্ছে, এটা ঠিক না।

এ সময় রেলপথমন্ত্রী আরও বলেন, টিটিই শফিকুল ইসলামকে বরখাস্তের আদেশ প্রত্যাহার করার নির্দেশ এবং পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সংশ্লিষ্ট ঘটনায় একটি তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত কমিটির মাধ্যমে পুরো ঘটনাটা বের হয়ে আসবে।

তিনি বলেন, গতকাল পর্যন্ত তিনি জানতেন না যে অভিযোগকারীরা তার স্ত্রীর আত্মীয়। তিনি পরে জানতে পেরেছেন। তবে মন্ত্রীর স্ত্রী শুধুমাত্র অভিযোগ করেছেন, কাউকে সাসপেনশন করতে বলেননি।

টিআইবির বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, টিআইবি দ্রুত সময়ে একটি বিবৃতি দিয়েছে। এখানে মন্ত্রীর কোনো সংশ্লিষ্টতা আছে কি না, তা দেখার আগেই তারা এটা করেছে।

বিজ্ঞাপন

এদিকে রেলপথ মন্ত্রীর আত্মীয় পরিচয় দেওয়ার পরেও জরিমানাসহ ভাড়া আদায় করার পর বরখাস্ত হওয়া সেই টিটিই শফিকুল ইসলামকে তার নির্দিষ্ট পদে পুনর্বহাল করেছে বাংলাদেশ রেলওয়ে। রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে পাকশি বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) শাহিদুল ইসলাম এ তথ্য জানান।

এর আগে গত বৃহস্পতিবার (৫ মে) রাতের পাবনার ঈশ্বরদি থেকে তিন যাত্রী বিনা টিকিটে ঢাকাগামী ট্রেন আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেসে উঠে এসি কামরায় বসলে ওই ট্রেনের টিটিই শফিকুল ইসলাম চেকিং এলে তাকে রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজনের নিকটাত্মীয় বলে পরিচয় দেয় ওই তিন যুবক।

জানা যায়, ওই তিন যুবকের কাছে টিকিট না পাওয়ায় টিটিই শফিকুল ইসলাম জরিমানাসহ ভাড়া আদায় করায় তাকে বরখাস্ত করা হয়। ওই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করে পাকশী রেলওয়ে। সরকারি পরিবহন কর্মকর্তা পাকশিকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। পাশাপাশি রোববার ( ৮ মে) বরখাস্ত হওয়া ওই টিটিকে ডিসিও পাকশী দপ্তরে ব্যাখ্যার জন্য তলবও করা হয়।

জানা গেছে, রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজনের শশুর বাড়ি পাবনার ঈশ্বরদীতে। সেখান থেকেই বৃহস্পতিবার (৫ মে) রেলমন্ত্রীর স্ত্রীর মামাতো বোনের ছেলে প্রান্ত ও তার দুই মামা ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন। প্রান্ত রাজধানীর বাড্ডা এলাকার একটি টেক্সটাইল কোম্পানিতে চাকরি করেন।

সারাবাংলা/জেআর/এএম

রেলমন্ত্রী রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর