Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

রাবি করেসপন্ডেন্ট
৮ মে ২০২২ ১২:০৬

শামীম আহমেদ

রাবি: নাটোরের বনপাড়া এলাকায় রাজশাহী-ঢাকা মহাসড়কে মোটরসাইকেল ও গাড়ির মধ্যে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম শামীম আহমেদ। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক শিক্ষার্থী।

নিহত শামীম আহমেদ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। নাটোর বনপড়া হাইওয়ে থানার কনস্টেবল শামীম রেজা গতকাল শনিবার (৭ মে) রাত সাড়ে ১০টায় এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

হাইওয়ে থানার কনস্টেবল শামীম রেজা জানান, নিজ কর্মস্থল পাবনার উদ্দেশে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় বনপাড়া হাইওয়েতে সড়ক দুর্ঘটনায় মারা যান শামীম আহমেদ। গাড়ির সঙ্গে সংঘর্ষ লেগে রাস্তায় পড়ে গেলে অন্য গাড়ি দুই পায়ের উপর দিয়ে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তাকে থানায় রাখার পর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। পরে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়।

এদিকে সাবেক এ শিক্ষার্থীর অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্মৃতিচারণ করে আবেগঘন স্ট্যাটাস দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দুঃখ প্রকাশ কারার পাশাপাশি বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন তারা।

সারাবাংলা/এনএস

যুবক নিহত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর