হবিগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১, আহত ৩০
৮ মে ২০২২ ১১:২২
হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন।
রোববার (৮ মে) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। এ খবর নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ।
জানা গেছে, গুরুতর আহত ১০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে হানিফ পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে সিলেট মাজার জিয়ারতে যাচ্ছিল। বাসটি সকালের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের সামনে পৌঁছামাত্র নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে মায়া বেগম নামে এক নারী ঘটনাস্থলেই মারা যান। আহত হন অন্তত ৩০ জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন হতাহতদের উদ্ধার করে নিয়ে আসে।
ওসি জানান, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে সিলেট ও ঢাকা পাঠানো হয়েছে।
সারাবাংলা/এএম