Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাতেও যানবাহনের চাপ কমেনি দৌলতদিয়া ঘাটে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ মে ২০২২ ২৩:৫২

রাজবাড়ী: পরিবারের সঙ্গে ইদ কাটিয়ে ঢাকায় কর্মস্থলে ফিরছেন মানুষ। শনিবার (৭ মে) ভোর থেকে সারাদিন কর্মস্থলে ফেরা মানুষের ঢল ও যানবাহনের চাপ অব্যাহত ছিল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের যাতায়াতের অন্যতম প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটের দৌলতদিয়া প্রান্তে। সারাদিনের মতো রাতেও যানবাহনের চাপ কমেনি দৌলতদিয়ায়।

শনিবার (৭ মে) রাত ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত দৌলতদিয়া ফেরিঘাট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের জমিদার ব্রিজ এলাকা পর্যন্ত প্রায় আট কিলোমিটার এলাকা জুড়ে যাত্রীবাহী বাসের লম্বা সারি দেখা গেছে।

বিজ্ঞাপন

এছাড়া দৌলতদিয়া ঘাটমুখী আঞ্চলিক সড়কে রয়েছে প্রাইভেটকার ও মাইক্রোবাসের চাপ। এসব গাড়ির সংখ্যাও তিনশোরও বেশি। একইসঙ্গে গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ীর আলাদিপুর এলাকা পর্যন্ত রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের ওপর ছয় শতাধিক পণ্যবাহী ট্রাক পদ্মাপারের অপেক্ষায় রয়েছে।

পর্যাপ্ত ফেরি ও লঞ্চ থাকার পরও একসঙ্গে ঢাকামুখী মানুষের চাপ বেড়ে যাওয়ায় ভোগান্তি বাড়ছে দৌলতদিয়া ফেরিঘাটে। প্রতিটি যানবাহনকে ফেরির নাগাল পেতে অপেক্ষা করতে হচ্ছে প্রায় ১২-১৫ ঘণ্টা। এতে খাবার ও বাথরুমের সমস্যায় পড়ছেন চালক ও যাত্রীরা। অনেকে তীব্র গরমে অসুস্থ হয়ে পড়ছেন অনেক যাত্রী। বাস ছেড়ে পায়ে হেঁটে, ভ্যান ও অটোরিকশায় ঘাটে গিয়ে ফেরিতে উঠছেন।

চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী ডুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের চালক মো. রতন শেখ বলেন, ‘সকাল ১০টায় দৌলতদিয়া ঘাট এলাকায় এসে ফেরি পারের অপেক্ষায় বসে আছি। একদিকে যানবাহনের চাপ, অন্যদিকে ভ্যাপসা গরমে যাত্রীরা অতিষ্ঠ হয়ে পড়েছেন। ধারণা করছি ফেরির নাগাল পেতে আরও তিন ঘণ্টারও বেশি সময় লাগবে।’

বিজ্ঞাপন

ক্ষোভ প্রকাশ করে একই গাড়ির যাত্রী নাইম আহমেদ বলেন, ‘এসব নিউজ করে কি লাভ ভাই। আপনারা নিউজ ঠিকই করেন, কাজের কাজ তো কিছুই হয়না। বছরের পর বছর দৌলতদিয়া ঘাটে এসে আমাদের এমন অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শিহাবউদ্দিন সারাবাংলাকে বলেন, ‘ছুটির শেষ দিন হওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে গাড়ির চাপ বেড়েছে। যাত্রী ও যানবাহন পারাপারে ছোট-বড় মিলে ২১টি ফেরি চলাচল করছে। অন্য সময়ের চেয়ে অধিক ফেরি চলাচল করলেও ঢাকামুখী যাত্রী ও যানবাহনের চাপ একসঙ্গে হয়ে যাওয়ায় কিছুটা ভোগান্তি হচ্ছে।’

দৌলতদিয়া ঘাটে কর্মরত গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, ‘ঘাটের ট্রাফিক ব্যবস্থাপনা সুশৃঙ্খল রাখতে ও নদী পারের অপেক্ষমান যানবাহনের যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ঘাট থেকে গোয়ালন্দ মোড় পর্যন্ত বিভিন্ন পয়েন্টে পুলিশ সদস্যরা কাজ করছেন।’

সারাবাংলা/এমও

টপ নিউজ দৌলতদিয়া ঘাট যানবাহনের চাপ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর