Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক রাতে ইউক্রেনের ১৭ ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
৭ মে ২০২২ ২১:৫৯ | আপডেট: ৮ মে ২০২২ ০৯:২৬

৬ মে দিবাগত রাতে ইউক্রেনের ১৭টি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী। এছাড়া তিনটি টচকা-ইউ মিসাইল ও নয়টি স্মের্চ মিসাইলও রয়েছে ধ্বংসের তালিকায়। শনিবার (৭ মে) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেনকভ এক বিবৃতিতে এ তথ্য জানান।

বিবৃতিতে তিনি জানান, নাম না জানা ড্রোনগুলো ইউক্রেনের নিকোলায়েভ, সিগনালনয়ে, লিহাস্নকোইয়ি, ক্রাসনোগর্স্ক, ইয়াসিনোভাটায়া এবং জুগ্রেস অঞ্চলে ভূপাতিত করা হয়। তিনটি টচকা-ইউ মিসাইল এবং নয়টি স্মের্চ মিসাইল ইজিয়াম ও খারকোভ শহরে ধ্বংস করা হয়।

বিজ্ঞাপন

তিনি জানান, রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও আর্টিলারি বাহিনী গত রাতে ইউক্রেনের ২৪০টি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উল্লেখ করেন, মিসাইল ও আর্টিলারি বাহিনী ইউক্রেনের সেনাবাহিনীর ৪৪টি কমান্ড পোস্ট এবং ১৯৬টি সামরিক পয়েন্ট এবং ইউক্রেনীয় সেনা ও সামরিক সরঞ্জাম স্থাপনা ধ্বংস করেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন চালানোর পর এ পর্যন্ত ১৫২টি ইউক্রেনীয় যুদ্ধবিমান, ১১২টি হেলিকপ্টার, ৭৬২ নাম না জানা ড্রোন, ২৯৫টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ২৮৯৫টি ট্যাঙ্ক এবং অন্যান্য সাঁজোয়া যান, ৩৩৩টি মাল্টিপল রকেট লঞ্চার, ১৩৬৪ ফিল্ড আর্টিলারি ও মর্টার এবং ২৭১৬টি সামরিক যান ধ্বংস করা হয়েছে।

সারাবাংলা/আইই

ইউক্রেন রাশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর