Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘লুটপাট চলবে আর মানুষ বসে আঙ্গুল চুষবে, সেটা আর হবে না’

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ মে ২০২২ ২০:২৬

চট্টগ্রাম ব্যুরো: ভোজ্যতেলের দাম আকস্মিকভাবে অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামে মিছিল-সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সমাবেশ থেকে মুনাফাখোর সিন্ডিকেট-মজুদদার, দুর্বৃত্ত ব্যবসায়ী-রাজনীতিক ও সরকারের গণবিরোধী নীতির বিরুদ্ধে মানুষকে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন সিপিবি নেতারা।

শনিবার (৭ মে) বিকেলে নগরীর সিনেমা প্যালেস চত্বরে সিপিবি চট্টগ্রাম জেলা কমিটির সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সিপিবির সভাপতি অশোক সাহা।

বিজ্ঞাপন

সমাবেশে অশোক সাহা বলেন, ‘সারাদেশের মানুষ যখন ইদুল ফিতরের আনন্দ উদযাপন করছে, তখন দেশে একটা বড় ষড়যন্ত্র বাস্তবায়ন হয়ে গেছে। ভোজ্যতেলের দাম বাড়িয়ে দেয়া হয়েছে ৪০ টাকা। মানুষের আনন্দের সুযোগ নিয়ে এই ষড়যন্ত্র করা হয়েছে। এটা শুধুমাত্র যারা তেল বিক্রি করে তাদের কারসাজি নয়, এর পেছনে আছে বিরাট সিন্ডিকেট, এর পেছনে আছে মুনাফাখোর-মজুদদারেরা। সবাই মিলে এক হয়ে তেলের দাম বাড়িয়ে দিয়েছে। দেশের রাজনীতি, ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি সবকিছু আজ দুর্বৃত্তদের দখলে চলে গেছে। দুর্বৃত্তদের দাপটে মানুষ আজ দিশেহারা।’

জেলা সিপিবির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ‘প্রতি লিটারে তেলের দাম ৪০ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। গরীব-মেহনতি মানুষের পকেট কেটে এই টাকা নিয়ে যাচ্ছে লুটেরা সিন্ডিকেট। আমরা বারবার বলে আসছি, রেশনিং ব্যবস্থা চালু করুন। কিন্তু সরকার মুনাফাখোর-মজুদদারদের সুবিধা দিতে সেটা করছে না।’

জেলা সিপিবির সদস্য রবিউল হোসেনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন- সম্পাদকমন্ডলীর সদস্য উত্তম চৌধুরী, সদস্য দিলীপ নাথ, কোতোয়ালী থানা কমিটির সভাপতি প্রদীপ ভট্টাচার্য, সীতাকুণ্ড থানার সহ সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, সাবেক ছাত্রনেতা প্রীতম দাশ, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি এ্যানি সেন।

বিজ্ঞাপন

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক ঘোরে।

সারাবাংলা/আরডি/এমও

আঙ্গুল চুষবে ভোজ্যতেল লুটপাট সিপিবি

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর