Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মায়ের ওপর রাগ করে চট্টগ্রামে এসে ‘ধর্ষণের শিকার’ তরুণী

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ মে ২০২২ ১৯:১০

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে এক তরুণীকে কয়েকজন বখাটে মিলে মারধরের পর ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, মায়ের ওপর অভিমান করে কুমিল্লা থেকে চট্টগ্রাম নগরীতে আসার পর ওই তরুণী ধর্ষণের শিকার হয়েছেন।

শনিবার (৭ মে) দুপুরে নগরীর আকবর শাহ থানার মীর আউলিয়া শাহ মাজার এলাকা থেকে ওই তরুণীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন সারাবাংলাকে জানান, তরুণীর বয়স আনুমানিক ২২ বছর। দুপুরের দিকে তরুণী অজ্ঞান অবস্থায় পড়ে আছে খবর পেয়ে পুলিশ মীর আউলিয়া শাহ মাজার এলাকায় যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে ভর্তির পর জ্ঞান ফিরলে পুলিশ তার কাছ থেকে ঘটনা জানতে পারে।

ওসি বলেন, ‘তরুণীর বক্তব্য অনুযায়ী, তিনি কুমিল্লার দেবিদ্বারের বাড়ি থেকে মায়ের সঙ্গে রাগ করে চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানা এলাকায় আসে। মীর আউলিয়া মাজারের সামনে বসেছিল। এ সময় ২/৩ জন যুবকের সঙ্গে তার পরিচয় হয়। এক যুবক তাকে বাসায় মায়ের কাছে নেওয়ার কথা বললে তরুণী রাজি হয়। পরে তাকে মাজারের পাশে পাহাড়ে একটি নির্জন স্থানে নেওয়া হয়। সেখানে বখাটে প্রকৃতির এই তিন যুবক তাকে মারধর করে। এরপর শারীরিক নির্যাতন শুরু করলে তরুণী জ্ঞান হারান। জ্ঞান ফেরার পরও তাকে খুবই ভীতসন্ত্রস্ত্র এবং কাহিল দেখা যাচ্ছে। ঘটনার পারিপার্শ্বিকতায় তাকে একের অধিক ব্যক্তি ধর্ষণ করেছে বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে।’

অভিযুক্ত যুবকদের নাম-ঠিকানা সংগ্রহ করে গ্রেফতারে অভিযান চলছে বলে ওসি জহির হোসেন জানান।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/পিটিএম

তরুণী ধর্ষণ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর