Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্বীনি শিক্ষার কোনো বিরোধিতা সরকার বরদাশত করবে না: নওফেল

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ মে ২০২২ ১৮:৩৬

চট্টগ্রাম ব্যুরো: শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, দ্বীনি শিক্ষার কোনো বিরোধিতা সরকার বরদাশত করবে না। তিনি বলেন, সরকার শুধুমাত্র দ্বীনি শিক্ষার জন্য বছরে তিন হাজার ৮৪০ কোটি টাকা ব্যয় করছে।

শনিবার (৭ মে) দুপুরে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় আধুনগর ইসলামিয়া কামিল মাদরাসায় শোকরানা মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী এসব কথা বলেন। মাদরাসায় ছাত্রী শাখার উদ্বোধন ও কামিল শ্রেণিতে পাঠদানের অনুমতি পাওয়ায় এই মাহফিলের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ দ্বীনি শিক্ষার প্রশ্নে কোনো ধরনের প্রতিবন্ধকতা, কোনো ধরনের বিরোধিতা চলবে না। এটা বরদাশত করা হবে না। সরকারে প্রতিমাসে প্রায় ৩২০ কোটি টাকা শুধুমাত্র এমপিওভুক্ত মাদরাসায় বেতন-ভাতা খাতে ব্যয় করছে। বছরে ৩ হাজার ৮৪০ কোটি টাকা শেখ হাসিনার সরকার দ্বীনি শিক্ষার জন্য ব্যয় করছে অর্থাৎ শুধুমাত্র মাদরাসা শিক্ষার জন্য খরচ করছে। ১২ হাজার মাদরাসা ভবন প্রধানমন্ত্রী নির্মাণ করে দিয়েছেন। আমরা মাদরাসা শিক্ষার আধুনিকায়ন করছি।‘

‘যারা শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে অপপ্রচার করে, তারা কয়টি মাদরাসা ভবন করেছেন, কত টাকা মাদরাসা শিক্ষার জন্য ব্যয় করেছেন, সেটা একবার দেখাক। তারা শুধু দ্বীনি ইসলামকে বিকৃত করে এই বাংলাদেশকে জঙ্গি-সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। তারা মাদরাসার সন্তানদের দেখিয়ে ধর্মব্যবসা করেছে। বিদেশ থেকে শত শত, হাজার হাজার কোটি টাকা অনুদান নিয়ে এসেছে অনেক বছর ধরে। এরা বেঈমান-মোনাফেক। এদের প্রতিহত করতে হবে।’

বিজ্ঞাপন

মাদরাসার শিক্ষার্থীদের উদ্দেশে নওফেল বলেন, ‘সত্যিকারের দ্বীনি শিক্ষা পেতে হবে। শুধুমাত্র লৌকিকতার জন্য দ্বীনি শিক্ষা গ্রহণ করে কোনো লাভ নেই। নিজের আত্মিক উন্নতি না হলে, শুধুমাত্র লৌকিকতার জন্য দ্বীনি শিক্ষার প্রয়োজন নেই। আবার দ্বীনি শিক্ষার সঙ্গে প্রযুক্তির সমন্বয় করতে হবে, দক্ষতার সমন্বয় করতে হবে। মাদরাসায় শুধু আরবি শিখলেন, শুধু ধর্ম শিখলেন কিন্তু নিজের মাতৃভাষা বাংলাই জানলেন না, আন্তর্জাতিক ভাষা, জাতিসংঘের ভাষা ইংরেজি শিখলেন না- তাহলে এই আরবি আর ধর্মশিক্ষা দিয়ে তো বিশ্বের প্রতিযোগিতার বাজারে টিকতে পারবেন না। ভাষা না বুঝলে বিদেশে গিয়ে কাজ করবেন কিভাবে ?’

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, ‘মাদরাসা থেকে এমন সন্তান তৈরি করবেন, যারা সকল কাজকে সম্মান করতে শিখবে। একজন মুচি, একজন শ্রমিক, একজন নাপিত- সবাই সমাজে গুরুত্বপূর্ণ। আমরা সামান্য লেখাপড়া শিখলেই এটা ভুলে যায়, আমরা আত্মঅহমিকায় ভুগি। পাস করার সাথে সাথে আমরা অতি ভদ্র মানুষে পরিণত হয়ে যায়। আমাদের মানসিকতা- এবার আমাদের চেয়ার-টেবিলে বসে কাজ করতে হবে, সরকারি চাকরি করতে হবে। অথচ আমাদের সন্তানদের হাতেকলমে শিক্ষা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এদেশের অর্থনীতি একজন শ্রমিকের হাতে, একজন কৃষকের হাতে। পিএইচডি ডিগ্রি নিয়েও লাভ কি, যদি হাতেকলমে শিক্ষা না থাকে, কাজের দক্ষতা না থাকে !’

মাদরাসা পরিচালনা পরিষদের সভাপতি মুহাম্মদ ‍নুরুল ইসলামের সভাপতিত্বে সাতকানিয়া-লোহাগাড়ার সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভীও মাহফিলে বক্তব্য রাখেন।

সারাবাংলা/আরডি/এসএসএ

টপ নিউজ নওফেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর