Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলাপাড়ায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ মে ২০২২ ১৮:৩৪

পটুয়াখালী: কলাপাড়ায় বেল্লাল (৩০) নামের এক যুবকের বিরুদ্ধে এক গৃহবধূকে (২৭) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল রাতে ওই গৃহবধূ দুই জনের নামে কলাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, গত বৃহস্পতিবার বেলা এগারোটায় চাকামাইয়া ইউনিয়নের আনিপাড়া গ্রামের ওই গৃহবধূ বাড়িতে একা ছিলেন। এ সুযোগে টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামের বেল্লাল ওই গৃহবধূর ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা চালায়।

বিজ্ঞাপন

এসময় ওই গৃহবধূর চিৎকার দিয়ে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করলে জাকারিয়া (২২) নামের অপর যুবক প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পরে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সারাবাংলা/এমও

কলাপাড়া গৃহবধূ ধর্ষণচেষ্টার অভিযোগ পটুয়াখালী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর