Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যেকোনো মুহূর্তে ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড় ‘আসানি’

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ মে ২০২২ ১৬:২০ | আপডেট: ৭ মে ২০২২ ২১:০৪

ঢাকা: আন্দামান সাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হয়ে যেকোনো মুহূর্তে ঘূর্ণিঝড় ‘আসানি’তে পরিণত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। যে কারণে দেশের সমুদ্রবন্দরগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যবেক্ষণে থাকতে বলা হয়েছে। আর নদীবন্দরগুলোকে ১ নম্বর সর্তক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (৭ মে) আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ আন্দামান সাগর ও এর কাছাকাছি এলাকায় সৃষ্টি হওয়া লঘুচাপটি সকাল ৬টায় দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছিল। এটি ধীরে ধীরে ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। যে কারণে দেশের চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যবেক্ষণে থাকতে বলা হয়েছে।

এদিকে দেশের রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারিপুর, যশোর, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম, উত্তর- পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর পুনঃ ১ নম্বর সর্তক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় ও ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কয়েক স্থানে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। অস্থায়ীভাবে দমকা হাওয়ার গতিবেগ হতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, এসময় দিন ও রাতের তাপমাত্রায় কোনো পরিবর্তন আসবে না। দেশের অন্যান্য স্থানে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে আগামী তিন দিনে দেশের উপকূলীয় এলাকাগুলোতে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে।

শনিবার ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ৯৪ শতাংশ। ঢাকায় ৪ মিলিমিটার বৃষ্টি হলেও আগের দিন রাজশাহীর তাড়াশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে ৭৩ মিলিমিটার। এদিকে খুলনায় ছিল সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/এসএসএ

ঘূর্ণিঝড় আসানি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর