Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টিকিট ছাড়া ভ্রমণকারীরা আমার আত্মীয় না: রেলমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ মে ২০২২ ১৫:০২ | আপডেট: ৭ মে ২০২২ ২০:১৫

ঢাকা: মন্ত্রীর পরিচয় দিয়ে সুন্দরবন এক্সপ্রেসে ভ্রমণ করা ওই তিন যাত্রী তার আত্মীয় না বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন। শনিবার (৭ মে) গণমাধ্যমকে তিনি একথা জানান। তিনি বলেন, বিনা টিকিটে ভ্রমণ করা যাত্রীরা আমার আত্মীয় নন। কেউ হয়ত আমার নাম ভাঙিয়ে সুবিধা নিতে চেয়েছিলেন।

রেলমন্ত্রীর আত্মীয় পরিচয় দিয়ে বিনা টিকিটে ভ্রমণ করার অপরাধে তিন যাত্রীকে জরিমানা করার জন্য টিটিইকে সাময়িক বরখাস্ত করায় দেশজুড়ে চলা আলোচনা-সমালোচনার মধ্যে মন্ত্রী এই মন্তব্য করেন।

বিজ্ঞাপন

জানা যায়, গত বৃহস্পতিবার (৫ মে) রাতে পাবনার ঈশ্বরদি থেকে তিন যাত্রী বিনা টিকিটে ঢাকাগামী ট্রেন আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেসে উঠে এসি কামরায় বসে পড়েন। এরপর ওই ট্রেনের টিটিই শফিকুল ইসলাম চেকিংয়ে এলে তাকে রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজনের নিকটাত্মীয় বলে পরিচয় দেয় ওই তিন যুবক। পরে ওই তিন যুবকের কাছে টিকিট না পাওয়ায় টিটিই বিষয়টি পাকশী বিভাগীয় রেলের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা মো. নুরুল আলমের সঙ্গে আলাপ করলে তিনি সর্বনিম্ম ভাড়া নিয়ে টিকিট কাটার পরামর্শ দেন। তার পরামর্শ অনুযায়ি টিটিই ট্রেনে ওই সময় কর্তব্যরতদের সামনেই ওই তিন যাত্রীকে এসি টিকিটের পরিবর্তে মোট ১ হাজার ৫০ টাকা নিয়ে জরিমানাসহ সুলভ শ্রেণির নন এসি কোচে সাধারণ আসনের টিকিট করে দেন। এতে ক্ষুব্ধ  হন মন্ত্রির আত্মীয় পরিচয় দেওয়া ওই তিন ব্যক্তি।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা পৌঁছানোর পর ওই তিন যাত্রী রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে টিটিই শফিকুল ইসলামের বিরুদ্ধে তাদের সঙ্গে অসদাচারণের অভিযোগ করেন। সেই অভিযোগ পেয়ে পাকশী বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন সংশ্লিষ্ট ওই টিটিইকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন।

বিজ্ঞাপন

বিষয়টি নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনার মধ্যে শনিবার রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন গণমাধ্যমে জানালেন, বিনা টিকিটে ভ্রমণ করা যাত্রীরা তার আত্মীয় নন। তিনি বলেন, ওই ঘটনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তিনি ঘটনাটি শনিবার (৭ মে) সকালে কর্মকর্তাদের কাছ থেকে জানতে পেরেছেন বলে উল্লেখ করেন। তিনি শুনেছেন ওই টিটিই যাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, বিষয়টির তদন্ত হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে ওই ঘটনা তদন্তে পাকশী রেলওয়ে সরকারি পরিবহন কর্মকর্তাকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। পাশাপাশি রোববার ( ৮ মে) বরখাস্ত হওয়া ওই টিটিইকে ডিসিও পাকশী দফতরে ব্যাখ্যার জন্য তলব করা হয়েছে।

সারাবাংলা/জেআর/এসএসএ

টপ নিউজ রেলমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর