জুরাছড়িতে ডায়রিয়ার প্রকোপ, কাল মাঠে নামবে মেডিকেল টিম
৭ মে ২০২২ ১৪:৪১
রাঙ্গামাটি: দুর্গম জুরাছড়ি উপজেলায় হঠাৎ করে পানিবাহিত রোগ ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যমতে, বিগত এক সপ্তাহের মধ্যে ৩০-৪০ জন ডায়রিয়া রোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে হাসপাতালে ৯ জন রোগী ভর্তি আছেন; যারা সকলেই বয়স্ক ও মধ্যবয়স্ক।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, মূলত উপজেলার দুর্গম এলাকার পাহাড়ি পরিবারগুলো ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন। উপজেলার জুরাছড়ি সদর ইউনিয়নের গবাছড়ি, জনতাপাড়া ও লুলাংছড়ি গ্রামের প্রায় ৪০ জনের মতো রোগী হাসপাতালে বিগত এক সপ্তাহে ইনডোর ও আউটডোরে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে একজন শিশু ছাড়া সকলেই বয়স্ক ও মধ্য বয়স্ক। তবে স্বাভাবিকতার চেয়ে আক্রান্তের সংখ্যা বাড়লেও মহামারী আকার ধারণ করেনি বলছে স্বাস্থ্য বিভাগ।
বিষয়টি নিশ্চিত করে জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনন্যা চাকমা বলেন, বিগত এক সপ্তাহ ধরে ৩০-৪০ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এখন হাসপাতালে ৯ জন রোগী ভর্তি আছেন। মহামারি আকার ধারণ না করলে প্রকোপ আস্তে আস্তে বাড়ছে। পাহাড়ি গ্রামগুলোতে দেখা যায় এক পাহাড়ে এক পরিবারই বসবাস করে, তেমনি বিভিন্ন পাহাড়ে বসবাসকরা মানুষজন আক্রান্ত হচ্ছেন।
এদিকে, এ প্রসঙ্গে জানতে চাইলে রাঙ্গামাটির সিভিল সার্জন ডা. বিপাশ খীসা বলেন, সাধারণত দুই-একজনকে হাসপাতালে আক্রান্ত হয়ে ভর্তি থাকেন। তবে বর্তমানে জুরাছড়ি উপজেলা হাসপাতালে ৯ জন রোগী ভর্তি আছেন। বলা যায় আস্তে আস্তে প্রকোপ বাড়ছে, আতঙ্কিত হওয়ার মতো নয়। কাল থেকে (রোববার) ডায়রিয়া আক্রান্ত বিভিন্ন গ্রাম-এলাকায় স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম যাবে। বিশেষত যেসব এলাকা থেকে রোগীরা আসছে সেসব এলাকায় আগে মেডিকেল টিম যাবে।
সারাবাংলা/এএম