Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিউবার পাঁচ তারকা হোটেলে বিস্ফোরণ, নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক
৭ মে ২০২২ ০৯:৫৮ | আপডেট: ৭ মে ২০২২ ১৩:৪৪

কিউবার রাজধানী হাভানায় পাঁচ তারকা হোটেল সারাতোগোতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭০ জন।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় শুক্রবার এই বিস্ফোরণ ঘটে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হোটেলের বাইরে পার্ক করা একটি গ্যাস ট্যাংকার জ্বলে ওঠে। এই বিস্ফোরণে হোটেলটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণে হোটেলটির বাইরের দিকের অধিকাংশ দেয়াল ধসে পড়ায় এটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া লোকজনকে খুঁজে বের করতে তল্লাশি ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে প্রেসিডেন্ট মিগেল দিয়াজ কানেল জানান, গ্যাস লিক থেকে ঐতিহাসিক এ হোটেলে বিস্ফোরণটি ঘটেছে বলে মনে হচ্ছে।

কিউবার প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে, বিস্ফোরণে নিহতদের মধ্যে এক অন্তঃসত্ত্বা নারী ও শিশু রয়েছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করে কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল বলেন, এটি বোমা বিস্ফোরণ অথবা হামলা নয়, দুর্ভাগ্যজনক ঘটনা।

১৯৩০ সালে এই হোটেলটি নির্মাণ করা হয়। এটি কিউবার সবচেয়ে নামীদামী পাঁচতারকা হোটেল।

সারাবাংলা/এএম

কিউবা টপ নিউজ পাঁচ তারকা হোটেলে বিস্ফোরণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর