Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসামি ছিনিয়ে নেওয়ার সময় পুলিশ-গ্রামবাসীর সংঘর্ষ, আটক ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ মে ২০২২ ০০:০৭

ঝিনাইদহ: ঝিনাইদহে মাদকসহ আসামি ছিনতাইয়ের ঘটনায় পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশের ৫ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি চালিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় জানায়, শুক্রবার (৬ মে) সন্ধ্যায় সদর উপজেলার মধুপুর বাজারের চা দোকানি আকিদুলকে আড়াই’শ গ্রাম গাঁজাসহ আটক করে সদর থানা পুলিশ। সেখান থেকে আসামিকে থানায় আনতে গেলে আকিদুর নির্দোষ দাবি করেন। একপর্যায়ে স্থানীয় এক ইউপি মেম্বরের নেতৃত্বে এলাকাবাসী পুলিশের উপর হামলা করে আকিদুলকে ছিনিয়ে নিয়ে যায়। এসময় তারা পুলিশের উপর ইটপাটকেল ছুঁড়তে থাকে।

বিজ্ঞাপন

খবর পেয়ে সদর থানা পুলিশের সেখানে পৌঁছালে সংঘর্ষ বেঁধে যায়। এতে ৫ জন পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫ রাউন্ড শটগানের গুলি ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

ছিনিয়ে নেওয়া আসামিকে ফের গ্রেফতারের জন্য এলাকায় পুলিশি অভিযান চালানো হচ্ছে। সংঘর্ষের ঘটনায় ১৫ জনকে আটকও করেছে পুলিশ।

সারাবাংলা/এমও

আসামি পুলিশ-গ্রামবাসীর সংঘর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর