খালে গোসলে নেমে বৃদ্ধের মৃত্যু
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ মে ২০২২ ১৯:৫৩ | আপডেট: ৬ মে ২০২২ ২০:২২
৬ মে ২০২২ ১৯:৫৩ | আপডেট: ৬ মে ২০২২ ২০:২২
বরিশাল: বরিশালের গৌরনদীতে বাড়ির পাশের প্রবাহমান খালে গোসল করতে গিয়ে মোহর লাল সাহা (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৬ মে) সকালে উপজেলার আশোকাঠী গ্রামে এ ঘটনা ঘটে। মোহর লাল আশোকাঠী গ্রামের মৃত নিত্যানন্দ সাহার ছেলে।
গৌরনদী ফায়ার স্টেশনের টিম লিডার মো. শাহাদাৎ হোসেন বলেন, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির পাশের প্রবাহমান খালে গোসল করতে গিয়ে নিখোঁজ হন মোহর লাল। খবর পেয়ে গৌরনদী ও বরিশাল নদী বন্দর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থলে যান। খালে সাড়ে ৩ ঘণ্টা তল্লাশি চালিয়ে মোহর লালের মরদেহ উদ্ধার করা হয়।
সারাবাংলা/টিআর