জয়পুরহাটে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী নিহত
৬ মে ২০২২ ১৭:১৯ | আপডেট: ৬ মে ২০২২ ১৭:৩৬
জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রাক, অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে এক জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি মোটরসাইকেলের আরোহী ছিলেন। তবে তার পরিচয় জানা যায়নি।
শুক্রবার (৬ মে) দুপুরে পাঁচবিবি উপজেলার শিমুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন আরও তিন জন। তারা হলেন— পাঁচবিবি উপজেলার সরাইল গ্রামের মদুল হোসেনের ছেলে মহন হোসেন (২০), নিলত পাড়া গ্রামের জামাত আলীর ছেলে গোলজার হোসেন (৩০) ও মৃধনপাড়া গ্রামের এফাজ উদ্দিনের ছেলে জয়লাল হোসেন (৬০)।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, একটি ট্রাক হিলি থেকে জয়পুরহাটের দিকে যাচ্ছিল। জয়পুরহাট-হিলি সড়কের শিমুলতলী এলাকায় ট্রাকটির সঙ্গে পাঁচবিবির দিকে যেতে থাকা একটি অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে চার জন গুরুতর আহত হন।
ওসি জানান, আহতদের স্থানীয়রা উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত মোটরসাইকেল আরোহী মারা যান।
সারাবাংলা/টিআর