Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেগুনের ক্ষেত দেখতে গিয়ে বজ্রপাতে শিশুর প্রাণহানি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ মে ২০২২ ১৫:৫৬ | আপডেট: ৬ মে ২০২২ ১৬:০১

দিনাজপুর: দিনাজপুরের ঘোড়াঘাটে বেগুনের ক্ষেত দেখতে গিয়ে বজ্রপাতে মারুফ হাসান (৮) নামের এক শিশু মারা গেছে। নিহত শিশু মারুফ একই ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের লাবু মিয়ার ছেলে।

শুক্রবার (০৬ মে) দুপুরে উপজেলার ১ নম্বর বুলাকীপুর ইউনিয়নের বেগুনবাড়ি এলাকায় আবু তালেবের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য সামসুল ইসলাম বলেন, শুক্রবার দুপুরে বাড়ির পাশে নানার বেগুন ক্ষেত দেখতে গিয়েছিল মারুফ। এসময় হঠাৎ করেই বজ্রপাত শুরু হয়। ক্ষেতে অবস্থানের সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশু মারুফের।

ইউপি সদস্য আরও বলেন, নিহত মারুফের মা-বাবা দীর্ঘ দিন হলো পোশাক শ্রমিক হিসেবে কাজ করছেন। তারা ঢাকায় থাকেন। শিশু মারুফ ছোটবেলা থেকেই নানা আবু তালেবের বাড়িতে লালিত-পালিত হয়ে আসছিল। মা-বাবার প্রথম সন্তান ছিল সে।

সারাবাংলা/টিআর

বজ্রপাতে শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর