হোয়াইট হাউজের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেস সেক্রেটারি জ্যঁ-পিয়ের
৬ মে ২০২২ ১৪:৫৭ | আপডেট: ৬ মে ২০২২ ১৭:১৭
মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউজের নতুন প্রেস সেক্রেটারি হতে যাচ্ছেন ক্যারিন জ্যঁ-পিয়ের। কৃষ্ণাঙ্গ ও সমকামী হিসেবে তিনিই প্রথম এই পদে দায়িত্ব পাচ্ছেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেছেন জ্যঁ-পিয়েরের নাম। তিনি বর্তমান প্রেস সেক্রেটারি জেন সাকির স্থলাভিষিক্ত হবেন মে মাসের মাঝামাঝি সময়ে।
বিবিসি ও গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই ৪৪ বছর বয়সী জ্যঁ-পিয়ের ডেপুটি প্রেস সেক্রেটারি হিসেবে কাজ করে আসছিলেন।
ক্যারিবীয় অঞ্চলের মার্তিনি দ্বীপে জন্ম নেওয়া জ্যঁ-পিয়ের নিউইয়র্কের কুইনসে বড় হয়েছেন। এমএসএনবিসি’তে তিনি রাজনৈতিক বিশ্লেষক হিসেবে কাজ করেছেন। ডেমোক্রেটিক পার্টির রাজনীতিতেও যুক্ত প্রায় দুই দশক ধরে।
বারাক ওবামার ২০০৮ ও ২০১২ নির্বাচনি প্রচারণা টিমে ছিলেন জ্যঁ-পিয়ের। ওবামা প্রশাসনেরও গুরুত্বপূর্ণ কর্মী ছিলেন। পরে কামালা হারিস যখন ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করছিলেন, তখন জঁ-পিয়ের তার প্রচারণা দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
এদিকে, বিদায়ী প্রেস সেক্রেটারি জেন সাকি আগামী সপ্তাহে এমএসএনবিসিতে যোগ দিচ্ছেন। তিনি তার উত্তরসূরী জ্যঁ-পিয়েরের সাফল্য কামনা করে টুইট করেছেন। তিনি বলেন, জ্যঁ-পিয়ের ‘নৈতিক মূল্যবোধ সম্পন্ন’ একজন ‘চমৎকার নারী’। তিনি এই মঞ্চে তার নিজস্ব ভঙ্গী, বুদ্ধিমত্তা ও গৌরব নিয়ে উপস্থিত হবেন। আমি তার সাফল্য দেখার অপেক্ষায় আছি।
হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি একটি গুরুত্বপূর্ণ পদ। মার্কিন প্রেসিডেন্টর এই বাসভবন থেকে প্রতিদিন যে সংবাদ ব্রিফিং আয়োজন করা হয়ে থাকে, সেটি পরিচালনা করেন প্রেস সেক্রেটারি।
সারাবাংলা/টিআর