পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, বাউফলে আ.লীগ অফিসে ১৪৪ ধারা
৬ মে ২০২২ ১৩:০১ | আপডেট: ৬ মে ২০২২ ১৫:৩৬
পটুয়াখালী: পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে একই সময়ে দুই পক্ষ পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন আহ্বান করায় ওই কার্যালয় চত্বরে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (৬ মে) সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের কার্যালয়সহ আশপাশের এলাকায় এই ১৪৪ ধারা বলবৎ থাকবে। বৃহস্পতিবার (৫ মে) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন এ আদেশ জারি করেন।
শুক্রবার সকাল ১০টায় বাউফল উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন আহ্বান করেছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব হাওলাদার। একই সময়ে একই স্থানে দফতর সম্পাদক ফরিদ আহমেদও পাল্টা সংবাদ সম্মেলনের আহ্বান করেন। পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়তে পারে আশঙ্কা করছিলেন আওয়ামী লীগ নেতারা।
এ প্রেক্ষাপটেই ১৪৪ ধারা জারি করেন ইউএনও। এ সংক্রান্ত আদেশে বলা হয়েছে, ১৪৪ ধারা বলবৎ থাকাকালীন ওই এলাকায় সব ধরনের সমাবেশ, মিছিল ও সভা বন্ধ থাকবে। কোনো ব্যক্তিও ওই এলাকায় প্রবেশ করতে পারবেন না।
শুক্রবার সকালে বাউফল উপজেলা আওয়ামী লীগ কার্যালয় এলাকায় গিয়ে দেখা যায়, ১৪৪ ধারা কার্যকর করতে শহরে পুলিশের টহল বাড়ানো হয়েছে, প্রতিটি মোড়ে চেকপোস্ট বসানো হয়েছে।
ইউএনও জানান, এই একই সময় একই স্থানে দুই গ্রুপের সংবাদ সম্মেলন আহ্বানের ফলে শান্তিশৃঙ্খলা ভঙ্গ হতে পারে। তাই ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আওয়ামী লীগ কার্যালয় ও আশপাশের এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা যায়, বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতালেব হাওলাদার পৌর মেয়র জিয়াউল হক জুয়েলের অনুসারী হিসেবে পরিচি। অন্যদিকে দফতর সম্পাদক ফরিদ উদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজের অনুসারী।
দীর্ঘ দিন ধরেই এই উপজেলার আওয়ামী লীগও সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীদের মধ্যে বিভক্ত। দুই পক্ষের মধ্যে এর আগেও সংঘাতের ঘটনা ঘটেছে।
সারাবাংলা/টিআর
আ.লীগ অফিসে ১৪৪ ধারা টপ নিউজ পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন বাউফল আওয়ামী লীগ