ইদে ঘুরতে গিয়ে খুন হলেন কলেজছাত্র
৬ মে ২০২২ ১৩:৫৮ | আপডেট: ৬ মে ২০২২ ১৪:১২
রাজশাহী: নাটোরের গ্রিনভ্যালি পার্কে ইদুল ফিতরের দ্বিতীয় দিন ঘুরতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন কলেজছাত্র হাসিবুর রহমান সাগর (১৮)। গ্রিনভ্যালি থেকে আর বাড়ি ফিরে আসেননি। তার মরদেহ পাওয়া গেছে পুঠিয়া উপজেলার বেলপুকুর রেলক্রসিংসের পাশে।
শুক্রবার (৬ মে) সকাল ১০টার দিকে বেলপুকুর থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নিহত কলেজছাত্র হাসিবুর রহমান বেলপুকুর এলাকার সাহেদ আলীর ছেলে। তিনি বেলপুকুর আইডিয়াল ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
নিহত কলেজছাত্র সাগরের বাবা সাহেদ আলী জানান, ইদের দ্বিতীয় দিন (বুধবার) গ্রিনভ্যালি পার্কে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন হাসিবুর। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সেদিন অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে এ ঘটনায় বৃহস্পতিবার (৫ মে) বেলপুকুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। শুক্রবার সকালে বাড়ির পাশে রেললাইনে তার মরদেহ পাওয়া যায়।
বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ছেলে নিখোঁজ থাকায় বৃহস্পতিবার থানায় এসে ডায়েরি করেছিলেন ছেলের বাবা সাহেদ আলী। শুক্রবার সকালে বাড়ির পাশে রেললাইন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আলামত সংগ্রহের জন্য সিআইডির একটি টিম নমুনা সংগ্রহ করে নিয়ে গেছে।
ওসি জানান, সাগরের মাথায় আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে, সেই আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে। হত্যা করে তার মরদেহ ফেলে রাখা হতে পারে।
ওসি মনিরুজ্জামান বলেন, মরদেহটি রেললাইনের ওপর ছিল। তাই জিআরপি থানা ব্যবস্থা নেবে। তাদের খবর দেওয়া হয়েছে। তারা যদি না নেয়, তাহলে আমরা মামলা নেব।
সারাবাংলা/টিআর