শিমুলিয়া ঘাটে ঢাকামুখী যাত্রীর চাপ
৬ মে ২০২২ ১১:৪৯ | আপডেট: ৬ মে ২০২২ ১৫:৩১
মুন্সীগঞ্জ: ঈদ শেষে ঢাকামুখী যাত্রী ও যানবাহনের চাপ লক্ষ্য করা গেছে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে। শুক্রবার (৬ মে) সকাল থেকেই যাত্রীর চাপ বাড়তে থাকে। বেলার বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে যানবাহনের চাপ।
জানা গেছে, ৯টি ফেরিতে এই নৌরুটে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। সকাল থেকেই পন্যবাহী ট্রাক, ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও অন্যান্য হালকা পরিবহনসহ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় ছিল শিমুলিয়া ঘাটে।
বাংলাবাজার-মাঝিকান্দি রুটেও বেড়েছে যাত্রীর চাপ। এই রুটে ৩ শতাধিক গাড়ি পারাপারের অপেক্ষায় রয়েছে। এই নৌপথে ১৫৩টি স্পিডবোট ও ৮৩টি লঞ্চ চলাচল করছে। ফেরির সংখ্যা কম থাকায় লঞ্চেই বেশি সংখ্যক যাত্রী পার হচ্ছেন।
বিআইডব্লিউটিসি কতৃপক্ষ জানিয়েছে, ঘাটে যাত্রীর চাপ বেড়েছে। বর্তমানে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ও শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে মোট ১০টি ফেরি চলাচল করছে।
সারাবাংলা/এএম