ইসরাইলের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন পুতিন
৬ মে ২০২২ ০৪:৩৯ | আপডেট: ৬ মে ২০২২ ১৪:১৫
এডলফ হিটলারের দেহে ইহুদি রক্ত ছিল—রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের এমন এক বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হলো ভ্লাদিমির পুতিনকে। চলতি সপ্তাহে ইতালিয়ান টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ল্যাভরভ নাৎসীবাদ সংক্রান্ত এক প্রশ্নের জবাব দিতে গিয়ে ওই মন্তব্য করেছিলেন। তার মন্তব্যে ইসরাইল ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়।
বৃহস্পতিবার (৫ মে) ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের কার্যালয় থেকে জানানো হয়েছে, ক্রেমলিনের শীর্ষ কূটনীতিকের করা উস্কানিমূলক মন্তব্যের জন্য স্বয়ং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফোন করে ক্ষমা চেয়েছেন।
বেনেটের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘ল্যাভরভের মন্তব্যের জন্য প্রেসিডেন্ট পুতিন প্রধানমন্ত্রী বেনেটের কাছে ফোন করে ক্ষমা চেয়েছেন। এসময় বেনেট ইহুদি জনগণ ও গণহত্যার প্রতি তার দৃষ্টিভঙ্গি স্পষ্ট করার জন্য প্রেসিডেন্ট পুতিনকে ধন্যবাদ জানান।’
এদিকে ক্রেমলিনের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বৃহস্পতিবার ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সঙ্গে ফোনালাপ করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এসময় পুতিন ইহুদিদের ঐতিহাসিক স্মৃতি গণহত্যার কথা স্মরণ করেন এবং ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।’ তবে ক্রেমলিনের বিবৃতিতে ক্ষমা চাওয়ার কথা উল্লেখ করা হয়নি।
উল্লেখ্য যে, চলতি সপ্তাহের শুরুতে ইতালিয়ান টিভিতে সাক্ষাৎকার দিয়েছিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এসময় ল্যাভরভকে প্রশ্ন করা হয় যে, ইউক্রেনকে কেন নাৎসি হিসেবে চিত্রিত করেছে রাশিয়া, যেখানে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজে একজন ইহুদি।
এই প্রশ্নের জবাবে ল্যাভরভ বলেন, ‘এতে কিছু যায়-আসে না। ইউক্রেনের প্রেসিডেন্ট ইহুদি হলেই যে ইউক্রেনে নাৎসি নেই এটা প্রমাণ হয় না। আমার ভুলও হতে পারে, কিন্তু হিটলারেরও দেহেও ইহুদি রক্ত ছিল।’
সারাবাংলা/আইই