Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুক্ত গণমাধ্যম সূচক নিয়ে প্রতিবেদন প্রত্যাখান তথ্যমন্ত্রীর

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ মে ২০২২ ২০:১৬ | আপডেট: ৫ মে ২০২২ ২৩:০২

চট্টগ্রাম ব্যুরো : বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান নিয়ে রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের (আরএসএফ) প্রতিবেদন প্রত্যাখান করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। প্রতিবেদনটি ‘বিদ্বেষপ্রসূত, আপত্তিকর এবং অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (৫ মে) দুপুরে চট্টগ্রাম নগরীর দেওয়ানজী পুকুর পাড়ে নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে তথ্যমন্ত্রী এ প্রতিক্রিয়া দিয়েছেন।

বিজ্ঞাপন

রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের (আরএসএফ) এ বছরের প্রতিবেদনে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেমের ১০ ধাপ পিছিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। বুধবার প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ১৮০টি দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৬২তম। গত বছর বাংলাদেশের অবস্থান ছিল ১৫২তম।

এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিবেদন প্রকাশকারী প্যারিসভিত্তিক সংস্থা আরএসএফ নিয়েই প্রশ্ন উত্থাপন করে তথ্যমন্ত্রী বলেন, ‘তারা গতবছর এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছিল, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে প্রচণ্ড আপত্তিকর মন্তব্য ছিল। তারা বাংলাদেশের গণমাধ্যম নিয়েও অসত্য, ভুল এবং মনগড়া রিপোর্ট করে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বৃহত্তর সাংবাদিক ইউনিয়নগুলো যেমন প্রতিবাদ জানিয়েছিল, একইভাবে প্যারিস প্রবাসী কয়েকজন বাংলাদেশি ফ্রান্সের আইনজীবীর মাধ্যমে আরএসএফের বিরুদ্ধে আইনি নোটিশ দিয়েছিল। সুতরাং তারা এখন যে রিপোর্ট প্রকাশ করেছে এটিও কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, এটি আপত্তিকর এবং বিদ্বেষপ্রসূত।’

হাছান মাহমুদ আরও বলেন, ‘যারা বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগতভাবে বিদেশে বসে অপপ্রচার চালাচ্ছে, সেসব সূত্র থেকে আরএসএফ তথ্যউপাত্ত সংগ্রহ করে এবং নিজেরাও বাংলাদেশের প্রতি বিদ্বেষপ্রসূত হয়ে যে রিপোর্ট দেয়, আমাদের কাছে সেটির কোনো মূল্য নেই। ধরে নিতে হবে, তারা অসৎ উদ্দেশ্য নিয়েই বাংলাদেশের বিরুদ্ধে ধারাবাহিকভাবে প্রতিবেদন প্রকাশ করছে।’

বিজ্ঞাপন

ডিজিটাল নিরাপত্তা আইন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘ডিজিটাল বিষয়টি যখন ছিল না তখন ডিজিটাল নিরাপত্তা দেওয়ার বিষয়টিও ছিল না। যখন বাংলাদেশসহ বিভিন্ন দেশে ডিজিটাল বিষয়টি এসেছে, তখন গণমানুষকে ডিজিটাল নিরাপত্তা দেওয়ার জন্য বিভিন্ন দেশ আইন করেছে। পৃথিবীর প্রায় সব দেশেই এই আইন হয়েছে এবং হচ্ছে। সিঙ্গাপুর, ভারত, পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়ায় ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে, বাংলাদেশেও হয়েছে।’

সারাবাংলা/আরডি/একে

গণমাধ্যম সূচক টপ নিউজ মুক্ত গণমাধ্যম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর