Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুবাইলে গৃহবধূর লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ মে ২০২২ ১৯:৫৫

গাজীপুর: পুবাইলে শান্তা ইসলাম (২০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ মে) পূবাইল থানার ৪২নং ওয়ার্ডের বিন্দান টেকপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত শান্তা ইসলাম গাজীপুর সদর উপজেলার কালীগঞ্জ থানার বান্দাখোলা গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। গাজীপুরের পুবাইল থানার বিন্দান টেকপাড়া এলাকার হযরত ভূঁইয়া ওরফে চায়না মিস্ত্রির ছেলে রায়হান ভূঁইয়ার (২৪) সঙ্গে ছয় মাস আগে বিয়ে হয়েছিল শান্তার।

বিজ্ঞাপন

নিহতের মা বলেন, ‘আমার মেয়েকে হত্যা করা হয়েছে। বিয়ের পর থেকে শান্তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন অশান্তি করতো। যৌতুকের টাকার নিয়ে প্রায় সময়ই চাপ দিতো। মেয়ের সুখের কথা চিন্তা করে আমি দুই লাখ টাকা দেই। তারপরও শেষ রক্ষা হলো না আমার মেয়ের, আমি এর সুষ্ঠু বিচার চাই।’

পুবাইল থানার পরিদর্শক (তদন্ত) মো. আতিকুর রহমান বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছি। নিহতের স্বামী রায়হান ভূঁইয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।’

সারাবাংলা/এমও

গৃহবধূ পুবাইল লাশ উদ্ধার

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর