জাফলংয়ে পর্যটকদের উপর হামলা, আটক ৫
৫ মে ২০২২ ১৯:৩৯
সিলেট: টিকিট কাটাকে কেন্দ্র করে সিলেটের জাফলংয়ে পর্যটকদের উপর হামলা চালিয়েছে একটি টোল কাউন্টারের স্বেচ্ছাসেবকরা। এতে নারী-শিশুসহ ছয় জন আহত হয়েছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে পাঁচ জনকে আটক করেছে।
বৃহস্পতিবার (৫ মে) বেলা দুইটার দিকে টোল কাউন্টারে টিকিট কাটাকে কেন্দ্র করে পর্যটকদের সঙ্গে কথা কাটাকাটি হয় দায়িত্বরতদের। এক পর্যায়ে সেখানকার স্বেচ্ছাসেবকরা লাঠিসোটা নিয়ে হামলা চালায় পর্যটকদের উপর।
স্থানীয়রা জানিয়েছেন, দুপুর দুইটার দিকে টিকিট কেনাকে কেন্দ্র করে পর্যটকদের উপর হামলা চালায় উপজেলা প্রশাসনের টোল কাউন্টারে থাকা কয়েকজন স্বেচ্ছাসেবক। তারা লাঠি দিয়ে এলোপাতারি মারধর করে। এতে শিশুসহ-নারীরাও আহত হন।
এদিকে, এ ঘটনায় পর্যটকদের উপর হামলাকারী দুই স্বেচ্ছাসেবককে বরখাস্ত করা হয়েছে। এমনকি ওই দুই জনসহ পাঁচ জনকে আটকও করা হয়েছে। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাহমিলুর রহমান জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
যে পাঁচ জনকে আটক করা হয়েছে তারা হলেন- নয়াবস্তি এলাকার ইউসুফ মিয়ার পুত্র সোহেল রানা, পশ্চিম কালীনগর গ্রামের মৃত আব্দুল কাদিরের পুত্র নাজিম উদ্দিন, ইসলামপুর রাধানগর গ্রামে মৃত সিরাজ উদ্দীনের পুত্র জয়নাল আবেদীন, গোয়াইঘাটের পন্নগ্রামের মৃত রাখা চন্দ্রের পুত্র লক্ষ্মণ চন্দ্র দাস ও ইসলামপুর গ্রামের বাবুল মিয়ার পুত্র মো. সেলিম আহমেদ।
সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন জানিয়েছেন, জাফলং পর্যটনকেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ডিবি পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ তৎপর রয়েছে।
এদিকে, ঘটনার পর সিলেটের জেলা প্রশাসক মজিবর রহমান জাফলংয়ে টোল কাউন্টার সাত দিনের জন্য বন্ধ ঘোষণা করেছেন।
সারাবাংলা/পিটিএম